৫৬ টাকায় সরকারি চাকরি
৫৬ টাকায় সরকারি চাকরি পঞ্চগড়ে ৫৬ টাকায় জেলা প্রশাসন ও সার্কিট হাউসে বিশতম গ্রেডে আট ক্যাটাগরিতে ১৯ জন চাকরি পেয়েছে। বিনা টাকায় চাকরি পেয়ে তাদের অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় চূড়ান্ত প্রার্থীর অভিভাবকরা বিশ্বাস করতে পারেনি যে তাদের সন্তানদের বিনা টাকায় সরকারি চাকরি হবে। স্বচ্ছতা ও সততার এই বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জরুল ইসলাম। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে জেলা প্রশাসন ও সার্কিট হাউজের নব যোগদান কৃত বিষ তম গ্রেডের কর্মচারীদের পরিচিতি মূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচিতদের পরবর্তী করণী সম্পর্কে ব্রিফিং করেন জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে নিয়োগ পরীক্ষায় নির্বাচিত ১৯ জন নারী ও পুরুষ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়, পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী অফিসার মাকসুদুল হক সহ আরো অনেকে।
ReplyForward |
কোন মন্তব্য নেই